<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্টের পর ব্যক্তির পরিবর্তন হলেও জুলুম-অত্যাচারের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, ‘জুলুম, অত্যাচার, চাঁদাবাজি ও বৈষম্য দূর করার জন্য ৫ আগস্ট মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা ভেবেছিলাম, বৈষম্য দূর করতে পারলে আমরা মুক্তি পাব। কিন্তু ৫ আগস্টের পর আমরা কি দেখলাম! আবারও সেই চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অন্যায়-অবিচার, দখলদারি ও নির্বিচারে হত্যা চলছে।’ গতকাল শুক্রবার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের আয়োজনে ‘গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে’ গণসমাবেশে ফয়জুল করিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা কী দেখতেছি, ৫ আগস্টের পরে চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই; জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয় নাই; অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, অত্যাচার বন্ধ হয় নাই।’</p> <p> </p>