<p>শীতের আগমনীতে সারা দেশে বইছে শুষ্ক আবহাওয়া। বেশির ভাগ স্থানেই দিনের বেলায় নেই সূর্যের তীব্রতা। স্থানভেদে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলছে। আগামী তিন দিন এই কুয়াশার আধিক্য বেড়ে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</p> <p>অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার দিনের তাপমাত্রাও কিছুটা কমবে। পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।</p> <p>গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়া ও কক্সবাজারে, ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার দিবাগত রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪.৩ ডিগ্রি।</p> <p>আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসজুড়ে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কম হলেও তা খুব বেশি প্রভাব ফেলবে না। দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে শীতের আধিক্য তুলনামূলক বেশি। সেখানে অন্তত এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এলে শীতের অনুভূতি হয়তো কিছুটা বেশি হবে। তবে ঢাকা, চট্টগ্রামসহ যেখানে তুলনামূলক অধিক তাপমাত্রা বিরাজ করছে, সেখানে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও তা অনুভূত হবে না।</p> <p>দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘণীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশে লঘুচাপে রূপান্তর হতে পারে।</p> <p>আবহাওয়াবিদ ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, লঘুচাপটি দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে বাংলাদেশের ওপর সেই ঘূর্ণিঝড়ের প্রভাব আসবে না।</p> <p> </p>