<p>অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনাসহ গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবেন না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা পার পাননি, বাংলাদেশেও পাবেন না। দেশের মাটিতে সবার বিচার নিশ্চিত করব। সে জন্য কমিশন গঠন করেছি। যারা গুমের বিরুদ্ধে লড়াই করছেন, তারা লড়াই থামাবেন না।</p> <p>গতকাল শুক্রবার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত ‘গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ’ শীর্ষক আলোচনাসভায় শফিকুল এসব কথা বলেন। বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক এ আলোচনাসভার আয়োজন করে।</p> <p>শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনাকে সামনে রেখে যে যার মতো গুম-খুন করেছে। তার শাসনব্যবস্থা পুরোটায় ছিল খুনের এন্টারপ্রাইজ। এর বিরুদ্ধে প্রথম লড়াইটা করে মায়ের ডাক। এই সাহসী কাজের জন্য তাদের স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত।’</p> <p>‘গুম হওয়া’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী বলেন, ‘ইলিয়াস আলীর গুমের পর পুলিশ আমাদের সহযোগিতা করেনি। তার দল ও এলাকায় আন্দোলন করলে সেখানে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়।’ তিনি আন্তর্জাতিক গুম আইনের আদলে দেশের জন্য গুম আইন প্রণয়নের দাবি জানান।</p> <p>সভায় আরো ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি। অনলাইনে যুক্ত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থানরত চিকিৎসাবিজ্ঞানী শামারুহ মির্জা।</p> <p> </p> <p><strong>আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন...</strong></p> <p>এর আগে গতকাল সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত ‘দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভল্যুশন অ্যান্ড রি-বিল্ডিং’ শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ১৮ জুলাই সকালে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এদিন তারা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। এটি ‘নিউ মিডিয়া’র কারণে সম্ভব হয়েছে।</p> <p>এনএসইউয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রগ্রাম এই সেমিনারের আয়োজন করে।</p> <p>আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য মানজুর আল মাতিন। সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউয়ের এমসিজে প্রগ্রামের শিক্ষক ড. শরিফুল ইসলাম ইমশিয়াদ। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।</p> <p> </p>