<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে চলে এসেছেন জে. মিঙ্গির নামের এক যুবক। দেশে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। সাভারের ১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক তরুণীর প্রেমে মজে এসেছেন তিনি। চলতি মাসের শুরুতে বিয়ে হলেও গত শুক্রবার (২২ নভেম্বর) তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের যুবক জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন তিনি। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিয়ের বিষয়ে কনে রেজভি আক্তার সুমাইয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটা অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর সম্পর্ক। গত ২ নভেম্বর আরফান (জে মিঙ্গি) দেশে এসে আমাকে বিয়ে করেছে। এ বিয়েতে আমি অনেক খুশি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>