<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হজে অনিয়ম ও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তিন এজেন্সিকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হজে অনিয়মের জন্য সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডেজকে এক লাখ ২০ হাজার টাকা এবং লাকি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয় ইউরোপা ট্রাভেলসকে ৫০ হাজার টাকা। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ অভিযোগকারীদের ফেরত দিতে ব্যর্থ হলে এজেন্সির ইউজার আইডি ও পাসওয়ার্ড বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সম্প্রতি এসংক্রান্ত তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এজেন্সি সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডেজের বিরুদ্ধে আ. মান্নান সরকার, মো. আশরাফুল আলম ও মো. জহুরুল ইসলাম অভিযোগ দেন। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, এজেন্সির স্বত্বাধিকারী ও গ্রুপ লিডারের বক্তব্য পর্যালোচনায় অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।</span></span></span></span></span></p>