<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষাজীবন শেষে চাকরি খোঁজার পথ দেখাতে, দক্ষতা বৃদ্ধি করতে এবং প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান খুঁজতে বিজনেস কেস প্রতিযোগিতার আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) ক্যারিয়ারবিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব (সাস্টসিসি)। এই প্রতিযোগিতায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারছেন। গত ২৫ অক্টোবর নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার কার্যক্রম শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। বিভিন্ন ধাপ পেরিয়ে বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকছে মোট এক লাখ টাকার পুরস্কার। পুরো আয়োজনের নাম দেওয়া হয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিস্টেম প্রেজেন্টস মাস্টারমাইন্ড-২.০</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম। এই আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ। অনুষ্ঠানের কি-নোট স্পিকার সাদমান সাদিকের মাধ্যমে ইনফোসেশন শুরু হয়।</span></span></span></span></p>