<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে লালচান্দ চা-বাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর বদলগাছীতে সড়কের দুই পাশের তালগাছ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />ঢাকা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে লালচান্দ চা-বাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল তারুণ্যের নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লালচান্দ চা-বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনি গোয়ালা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনাসভায় প্রধান শিক্ষক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারুণ্যের শক্তি হলো দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তি, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে দেশকে নতুন পথ দেখাতে পারে। তাদের নেতৃত্ব ও চিন্তাশক্তি দেশের ভবিষ্যেক উজ্জ্বল করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বদলগাছী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (নওগাঁ) : বদলগাছী-আক্কেলপুর সড়কের দুই পাশে সারি সারি তালগাছ পথচারীদের আকৃষ্ট করে। বিগত বছর এই সড়কের প্রশস্তকরণ কাজ শেষ হলে সৌন্দর্য আরো বেড়ে যায়। তখন থেকেই তালগাছগুলো সংরক্ষণে কাজ করেন বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা এমদাদুল হক দুলু, সংগঠনের বদলগাছী শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও সেক্রেটারি মোছাদ্দেক হোসেন মুসা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় সাত দিন আগে থেকে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সড়কের দুই পাশের তালগাছগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এরই মধ্যে তিন শতাধিক তালগাছ পরিষ্কার করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তালগাছ সংস্কারকাজ পরিদর্শন করেন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক। গতকাল বিকেলে সংস্কারকাজ পরিদর্শনের সময় বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ, আবুজর গিফারী, রানা হামিদ, দুলাল সাই, বিধান চন্দ্র সরকার প্রমুখ।</span></span></span></span></p>