<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মিরপুরে গ্যাস থেকে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। গতকাল পল্লবী থানাধীন  ১১ নম্বর সেকশনের সি ব্লকে ৫ নম্বর এভিনিউয়ের একটি বাসায় গতকাল রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধরা হচ্ছে রংমিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে আব্দুল্লাহ (১৩),  মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। এ ছাড়া একই বাসার ভাড়াটিয়া  দম্পতি গার্মেন্টসকর্মী স্বপ্না (২৫) ও শাহজাহান (৩৫)। দগ্ধদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শাওন বিন রহমান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, খলিলের শরীরের ৯৫ শতাংশ, রুমার ২০ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ, স্বপ্নার ১৪ শতাংশ ও শাহজাহানের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দগ্ধ খলিলের ভায়রা আব্দুল হালিম বলেন, কোনোভাবে পুরো রুমটিতে গ্যাসে আচ্ছন্ন হয়ে ছিল। রাতে মশার উৎপাতের কারণে খলিল রাত আনুমানিক ৩টার দিকে কয়েল ধরানোর জন্য দিয়াশলাই ধরাতেই আগুনের ঘটনা ঘটে। এতে তারা সবাই দগ্ধ হন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খলিলের বড় ভাই মিলন বলেন, ওই বাসার গ্যাসের লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমা হয়েছিল বলে মনে করছেন তিনি। ঘটনার পর পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গতকাল ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। দগ্ধ খলিলের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে।</span></span></span></span></p>