<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনে দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানিয়ে ফারুক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা সংস্কার করুন। তবে এমন সংস্কার করবেন না, যাতে নির্বাচনে দেরি হয়ে যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানিয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের জনগণ নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, এমন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের উদ্দেশে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আপনাদের বিরোধী নই, আপনাদের সহযোগিতা করতে চাই। আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনে হাঁটুপানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, কবরস্থানে ঘুমিয়েছি। সেখানেও পুলিশ আমাদের গ্রেপ্তার ও জুলুম-নির্যাতন করেছে।</span></span></span></span></p>