<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে জনগণের আয়কর বিবরণী দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে। এনবিআরের ওই সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে সরকারি কর্মচারীদেরও সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এসব তথ্য জানান। এর আগে দুর্নীতি প্রতিরোধ ও আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে একটি ছক প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। নির্ধারিত সময়ে হিসাব বিবরণী জমা না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন জনপ্রশাসন সচিব। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি এনবিআর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর পরিপ্রেক্ষিতে কর্মচারীদের হিসাব বিবরণী নিয়েও সিদ্ধান্তে পরিবর্তন এলো। মোখলেস উর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদ বিবরণী জমা দিতে পারবেন সরকারি কর্মচারীরা। তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। এনবিআরের রিটার্ন দাখিলের সঙ্গে এর একটা সম্পর্ক আছে। সে জন্য আমরাও এক মাস পিছিয়েছি। গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কিভাবে এটা জমা দিতে হবে, তা অনেকেই বুঝতে পারছেন না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>