<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে দেশের স্বার্থে তাদের প্রতিহত করাই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। গতকাল সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন। সারজিস লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন, তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান কাজ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গত কয়েক দিনে রাজধানী ঢাকায় কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়াসহ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া শাহবাগে সমাবেশে অংশ নিলে বিনা সুদে ঋণ দেওয়া হবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন কথা বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেটে খাওয়া মানুষদের এনে শাহবাগে জড়ো করার চেষ্টা করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অহিংস গণ-অভ্যুত্থান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি সংগঠন। দেশ অস্থিতিশীল করার জন্য সংগঠনটি এমন কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।</span></span></span></span></span></p>