<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই দলের নেতৃত্ব দেবেন বলে একাধিক সূত্রে জানা গেছে। সূত্র মতে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও তারুণ্যনির্ভরই হচ্ছে দলটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, জানুয়ারিতে আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দলের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা থাকবেন। তবে সেটি নির্ভর করছে তারা কবে নাগাদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন তার ওপর। তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে দ্রুত সময়ের মধ্যেই কাউন্সিলের মাধ্যমে দলের দায়িত্ব নেবেন ছাত্র উপদেষ্টারা। এরপর পর্যায়ক্রমে সারা দেশে দলের কমিটি গঠন করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি পূরণে ৫ আগস্টের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের আমূল সংস্কারে জনমত গঠনে ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির উদ্যোগে গঠন করা হয়েছে জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফরম। রাজনৈতিক দল গঠনের জন্য এ দুটি প্ল্যাটফরম সমন্বিত উদ্যোগ নিয়েছে।</span></span></span></span></span></p>