<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৪ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন ভর্তি রোগীদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭২৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৬১ জনের। দেশের ইতিহাসে আক্রান্তের এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ ও মৃত্যুতে দ্বিতীয় সর্বোচ্চ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="রোগীর মৃত্যু" height="260" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-2-2024-11-06-51a.jpg" style="float:left" width="300" />স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এই বয়সের আক্রান্ত ৩৭ হাজার তিনজন, যা মোট আক্রান্তের ৪২ শতাংশ। মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে ২১ থেকে ৪০ বছরে। এই বয়সের মারা গেছে ১৬৬ জন, যা মোট মৃত্যুর ৩৬ শতাংশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩ হাজার ৭৩৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৫২৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৩৯৩ জন এবং দুই হাজার ১৩৫ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫২ হাজার ৫২৫ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ২০০ জন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।</span></span></span></span></p>