<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে বাড়ি থেকে বের করে দেওয়া, জামায়াতে ইসলামীর রোকন বলে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন তার সত্মা শামসুন্নাহার তসলিম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তুরিন আফরোজ।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে হঠাৎ সংবাদ সম্মেলন করতে আসেন শামসুন্নাহার তসলিম। সাংবাদিকদের তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় আমাকে জামায়াতের রোকন বলে অপপ্রচার চালায়। এই অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে আমাকে উত্তরার বাসা থেকে বের করে দেওয়া হয়। এখন নতুন সরকার এসেছে। ড. ইউনূসের সরকারের কাছে আবেদন, আমার বাসা ফেরত দেওয়া হোক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুরিন আফরোজকে অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাকে বাড়ি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানান শামসুন্নাহার তসলিম। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানে-সেখানে ঘুরে বেড়াই। আমি আমার দেশ ছেড়ে এ বয়সে কেন বিদেশে পড়ে থাকব? আমার ৫০ বছরের সংসার এখানে। আমি তো এখানেই থাকতে চাই। আমার স্বামী মারা যাওয়ার ১৮ দিন পর আমাকে বাসা থেকে বের করে দেয় তুরিন। আমার দোষ তার কিছু আচরণের প্রতিবাদ করা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উচ্ছৃঙ্খল আচরণের ব্যাখ্যায় শামসুন্নাহার তসলিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাড়াটিয়াদের কাছ থেকে সব সময় বাড়িভাড়ার টাকা আমিই নিতাম। আমার স্বামী অবসরে যাওয়ার পর থেকে বাড়িভাড়ার টাকায় আমাদের সংসার ও ওষুধের খরচ চলত। ওর বাবা মারা যাওয়ার পর থেকে তুরিন বাসাভাড়ার টাকা জোর করে নিয়ে নেয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরিচিত লোকদের রাত-বিরাতে ঘরে নিয়ে আসা নিয়ে দারোয়ান ও ভাড়াটিয়ারা অভিযোগ করলে তুরিনের সঙ্গে প্রায়ই আমার ঝগড়া লাগত। এসব বিষয়ে নিষেধ করলে ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম করে সে ভয় দেখাত। বলত ওরা সবাই তার বন্ধু। কোনো কিছু বললেই ৫৭ ধারায় গ্রেপ্তার করানোর ভয় দেখাত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে শামসুন্নাহার তসলিমের এসব অভিযোগ অস্বীকার করেছেন তুরিন আফরোজ। কালের কণ্ঠকে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">“</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথমত উনি (শামসুন্নাহার তসলিম) আমার সত্মা। কোনো সত্মা তার সেময়ে সম্পর্কে ভালো কথা বলেছে বলে আমার জানা নেই। উনার কাছে সে প্রত্যাশাও আমার নেই। ফলে উনি আমার নামে যেসব অভিযোগ করেছেন, সেসব অভিযোগের প্রমাণ তার কাছেই চাওয়া উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তুরিন আফরোজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাড়িসংক্রান্ত দুটি মামলা বিচারাধীন। আদালতের প্রতি আস্থা না রেখে উনি আর উনার ছেলে রাস্তায় আস্থা রাখছেন। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে উনি যে সংবাদ সম্মেলন করছেন, তা একদিকে যেমন মানহানিকর, তেমনি তা আদালত অবমাননার শামিল। বাসাটা (উত্তরায় তুরিন আফরোজের পৈতৃক বাড়ি) উনার না আমার, এই সিদ্ধান্ত তো আদালত দেবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৭ ডিসেম্বর বাড়িসংক্রান্ত মামলার আদেশ নিয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শামসুন্নাহার তসলিমের একটি আবেদনের ওপর শুনানির তারিখ রয়েছে বলেও জানান তুরিন আফরোজ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তুরিন আফরোজ। পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রসিকিউশন থেকে প্রথমে অব্যাহতির পর ২০১৯ সালের ১১ নভেম্বর তাকে অপসারণ করা হয়।</span></span></span></span></p>