<p>অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে জাতীয় অধ্যাপক করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাহিত্য পত্রিকা সারেঙ ও পুথিপ্রকাশের আয়োজনে ‘সাংস্কৃতিক অভিযাত্রা ও আমাদের আত্মপরিচয়’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান তারা।</p> <p>ড. মাহবুব হাসানের সভাপতিত্বে ও সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন রেজা ও কবি জাকির আবু জাফর। প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।  সেমিনারে জাহানারা হকের কাব্যগ্রন্থ ‘মায়াবী উপত্যকা’ ও সারেঙ-এর জুলাই বিপ্লব সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।</p>