<p>নোয়াখালীর বেগমগঞ্জে একটি বন্দুক ও ১৩টি মোবাইল ফোনসহ মো. ওমর ফারুক (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)। ফোনগুলো রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা হয়েছিল।</p> <p>গতকাল বুধবার ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ওমর ফারুক ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।</p> <p>পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের এস এম গেজেট বিডি নামের একটি দোকান থেকে ১৬টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৩টি ফোন, বন্দুকসহ ফারুককে গ্রেপ্তার করা হয়।</p> <p>বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, উদ্ধার করা ফোনগুলো ভাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।</p> <p> </p>