<p>ছাত্র-জনতার আন্দোলনের দেড় সহস্রাধিক শহীদের রক্ত বৃথা যেতে পারে না বলে মন্তব্য করে জরুরি ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।</p> <p>গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ৩৪তম ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান। ড. কামাল হোসেন বলেন, ‘অনৈক্যের জন্যই আমরা এগোতে পারিনি। আজ আমাদের প্রয়োজন সব দলের ঐক্যবদ্ধভাবে মাঠে নামা। জনগণকে সঙ্গে নিয়ে, মানুষকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ </p> <p>প্রবীণ এ রাজনীতিক বলেন, ডা. মিলন, নূর হোসেনদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেক স্বৈরশাসকের বিদায় হয়েছে। ডা. মিলন-নূর হোসেনসহ জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে কারণে জীবন দিয়েছে, তাদের স্বপ্নের-আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলে সেই আত্মত্যাগ স্বার্থক হবে। একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনো অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয়।</p> <p>জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান প্রমুখ।</p> <p> </p> <p> </p>