<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪৭তম বিসিএসের মাধ্যমে তিন হাজার ৬৮৮ জন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা তিন হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদের সংখ্যা ২০১ জন। ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শূন্য পদগুলো প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হচ্ছে।  সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে ২০০, পররাষ্ট্রে ১৫, পুলিশে ১০০, আনসারে আট, নিরীক্ষা ও হিসাবে ২৩, করে ১০৪, শুল্ক ও আবগারিতে ৫০, সমবায়ে চার, রেলওয়ে পরিবহনে চার, তথ্যে ৪৩, ডাকে ১৩, পরিবার পরিকল্পনায় ৬২ ও খাদ্যে একটি পদ রয়েছে। </span></span></span></span></p>