<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভোরের আলো ফুটতেই তা গিয়ে পড়ে ঠিক পাহাড়ের চূড়ায়। এদিকে চারপাশে তখনো আবছা অন্ধকারে ঢাকা। এর মধ্যেই উত্তরাকাশে চকচক করে চূড়াটি। ভোরের আলোতে পর্বতচূড়াটি পোড়া মাটির রং ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ঝাপসা হয়ে আসে। তখন রং হয় সাদা। দূর থেকে মনে হয় এ যেন আকাশের গায়ে একখণ্ড বরফ। কখনো মনে হয় এক টুকরা মেঘ ঠায় দাঁড়িয়ে আছে। কখনো আবার কালচে রং ধারণ করে। বেলা ডোবার আগে লাল হয়ে উঠে পুরো চূড়া। হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এভাবেই মেলে ধরে তার মনোহর মুড়তি। আর শরৎ ও হেমন্তের পরিষ্কার মেঘমুক্ত নীলাকাশে এই দৃশ্যের দেখা মিলে উত্তরের জেলা পঞ্চগড় থেকে। এ বছর মাত্র কয়েক দিন দেখা দিয়েই মেঘ-কুয়াশার চাদরে ঢেকে যায় কাঞ্চনজঙ্ঘা। তবে গতকাল শুক্রবার ভোরের আলো ফুটতেই আবারও সবাইকে চমকে দিয়ে হাজির নয়নাভিরাম এই পর্বতচূড়া। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবছর হালকা শীতে পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকলে দেখা মিলে কাঞ্চনজঙ্ঘার। দেশের মাটি থেকে এই পর্বতচূড়াটিকে একপলক দেখতে পঞ্চগড়ে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। জেলা শহরের করতোয়া সেতু, মাগুরমারি সীমান্ত এলাকা ও তেঁতুলিয়া ডাকবাংলোর মহানন্দার তীর থেকে সবচেয়ে ভালো দেখা যায় পাহাড়টি। এ বছরও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন পর্যটকরা। ভোর থেকে মহানন্দার তীরে বাড়ে ভিড়। সবার নজর উত্তরাকাশে। তবে এবার বেশির ভাগ পর্যটককে ফাঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। আকাশে মেঘ আর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পর্বতচূড়াটি দেখতে পাননি অনেকে। তবে জেলার সমতলের চা-বাগানসহ অন্য সব পর্যটন এলাকার সৌন্দর্য তাদের নিরাশ করেনি। আবার যারা প্রথমবার এসেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সুযোগ পান তাদের অনুভূতি বেশ অন্য রকম। উচ্ছ্বসিত আর চোখ ভরে পর্বতচূড়াটির মোহনীয় রূপ উপভোগ করে তৃপ্ত হৃদয়ে বাড়ি ফিরেন তারা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মাউন্ট এভারেস্ট ও কে-২ এর পরই কাঞ্চনজঙ্ঘার অবস্থান। পর্বতচূড়াটির কিছু অংশ ভারতের সিকিম ও কিছু অংশ নেপালে অবস্থিত। চূড়ার সৌন্দর্য উপভোগ করার মোক্ষম সময় ভোর। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা থেকে আসা প্রিয়ন্তি রানী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা ১০ দিন অপেক্ষা করেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বাড়ি ফেরার দিন আমরা পর্বতচূড়াটি দেখতে পাই। মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমার সামনে দাঁড়িয়ে আছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> নারায়ণগঞ্জ থেকে আসা আরাফাত ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভোর থেকে মহানন্দা তীরে দাঁড়িয়ে আছি। শুনেছি এই সময়টাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমার ভাগ্যে সেই সৌভাগ্য হলো না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, পঞ্চগড়ের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে আমরা জেলা শহরে একটি নান্দনিক ওয়াচ টাওয়ার নির্মাণ, ট্যুরিস্ট গাইড ও বাস চালুসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। শিগগিরই এ জেলার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে।</span></span></p> <p style="text-align:left"> </p>