<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো রুটিন সরকার নয়। এটা ছাত্র-জনতার মাধ্যমে গঠিত সরকার। দেশের প্রশাসন থেকে শুরু করে সব কিছু চালিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের ওপর একটি দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশের মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে, তাদের কঠোর হাতে দমন করা হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসান আরিফ বলেন, চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে, আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। আপনারা আবেগকে ধরে রেখে তাদের উদ্দেশ্য সফল হতে দেননি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ পরিবার ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভায় আরিফ হাসান এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান নেই। এ দেশ অনেক ত্যাগ-তিতিক্ষার ফলে তৈরি হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, যেটা কোনোমতেই হতে দেওয়া যাবে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সিটি মেয়র শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, এসপি রায়হান উদ্দিন খান, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।</span></span></p> <p style="text-align:left"> </p>