<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যুক্তরাষ্ট্রের পাঁচ ডেমোক্র্যাটিক আইন প্রণেতার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কানেকটিকাট থেকে নির্বাচিত কয়েকজন জনপ্রতিনিধি। থ্যাংকসগিভিং ডে-তে পৃথক বিবৃতিতে এই হুমকির কথা জানান কানেকটিকাট থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি জিম হাইমস, জাহানা হেইস, জন লারসন এবং জো কোর্টনি। জিম হাইমস বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আশা করি, আমরা সবাই ছুটির মৌসুমটা শান্তিপূর্ণভাবে কাটাতে পারব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে পুলিশ জাহানা হেইসকে জানায়, তার বাড়ির ডাকবাক্সে পাইপবোমা রাখা হয়েছে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইমেইলে এমন দাবি করা হয়েছে। তবে পরে কোনো বোমা পাওয়া যায়নি। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন সিনেটর ক্রিস মারফিও একই ধরনের হুমকি পেয়েছেন। চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজনও বোমা হামলার হুমকি পেয়েছেন। সূত্র : ডয়চে ভেলে</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>