<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বনানীসহ কয়েকটি এলাকায় গতকাল শুক্রবার যানজট দেখা দেয়। এ সময় ফার্মগেট থেকে বিজয় সরণিসহ বিমানবন্দর সড়কে দীর্ঘ সময় ধরে বাসসহ অন্যান্য যানবাহন চলাচলে ধীরগতি দেখা যায়। এ ছাড়া অন্যান্য এলাকার সড়কগুলোতেও একই চিত্র চোখে পড়ে। সন্ধ্যার দিকে যানজটের কারণে দুর্ভোগে পড়েন কর্মব্যস্ত মানুষ। ট্রাফিক পুলিশ সূত্র বলছে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস থেকে ঘরমুখো মানুষের চাপে একসঙ্গে অনেক যানবাহন থাকে সড়কে। এ কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। যেসব এলাকায় বেশি সমস্যা, সেখানে পুলিশের একাধিক টিম কাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল জুমার নামাজের পর বিভিন্ন সংগঠনের সমাবেশের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ছুটির দিনেও কিছু সড়কে যানজট ছিল। এতে মানুষের ভোগান্তি ছিল। অনেক সড়কে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকায় বাস থেকে নেমে মানুষকে হেঁটে যেতে দেখা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>