<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকে হেকেম বাংলাদেশ লিমিটেড নামের একটি কীটনাশক তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে তিন ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান জানান, কীটনাশকের কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকায় পানির সংকটের কারণে কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার কেমিক্যাল নিজে নিজে উত্তপ্ত হয়ে আগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।</span></span></span></span></span></p>