<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। প্রাথমিকভাবে দলটির নাম রাখা হয়েছে বাংলাদেশ ইনসাফ পার্টি (বিআইপি)। তবে সেই সংগঠন নিয়েই ভক্তদের সতর্ক করে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাকে প্রধান অতিথি করে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এই সতর্কতা জানান সোহেল রানা। সেই পোস্টে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাকে প্রধান অতিথি করে একটি নতুন পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এমন ধরনের একটি দাওয়াতপত্র অনেকের কাছে পৌঁছেছে। আমি তাদের সবার জ্ঞাতার্থে জানাতে চাই, এমন কোনো দাওয়াত আমি গ্রহণ করিনি অথবা ওই পার্টির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন, সে কারণে সবাইকে জানান দেওয়া।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>