<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে নভেম্বর মাসে ১৭৩ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর এক মাসে সর্বোচ্চ। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮৮ জনে। </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। ওই মাসে মত্যু হয়েছিল ১৩৫ জনের। অন্যদিকে নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৭৩ জনের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৬৭৫ জন। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৪৬৯ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৫ জন। এদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩১৯ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ৭২ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭ হাজার ৮৭৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩১০২ জন।</span></span></span></span></span></p>