<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিকিৎসকদের দেশের বাইরে প্রশিক্ষণ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু প্রশিক্ষণ শেষে তাঁরা যেন দেশে ফিরে আসেন, সেটাও নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ৪০ জনের বেশি চিকিৎসক বিদেশে গিয়ে ফিরে আসেননি। গতকাল শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ব মুভমেন্ট ডিস-অর্ডার দিবস পালন উপলক্ষে আয়োজিত সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সত্যিই খুব খুশি হব আমরা, যদি ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। আমি চাই আমাদের চিকিৎসকরা যেন ভালোভাবে যেকোনো বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন। একই সঙ্গে সেই শিক্ষাটা যেন দেশেই থাকে। এতে এ দেশের মানুষ উপকার পাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশিক্ষণের সময়ের বিষয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়ের বিবরণীতে দেখেছি বলা আছে, দুই থেকে তিন দিনে আসলে কোনো প্রশিক্ষণ হয় না। কথাটি কিন্তু ঠিক। তিন দিনের জন্য গিয়ে ডাক্তাররা কী প্রশিক্ষণ নেবেন। তিন দিনের প্রগ্রাম, সভা, সিম্পোজিয়াম হতে পারে। তবে আমি মনে করি, ট্রেনিংয়ের সময় আরো বাড়ানো উচিত। আমরা যেন হাতে-কলমে বিষয়গুলো শিখতে পারি। দীর্ঘ ট্রেনিংয়ে আমার কোনো আপত্তি নেই। সেটা এক-দুই সপ্তাহের হোক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রশিক্ষণ শেষে ফেরত না আসা প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার কাছে চল্লিশের বেশি ডাক্তারের তালিকা আছে, যারা বিদেশে গিয়ে দেশে আর আসেননি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>