<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেসব সংস্কারে সব রাজনৈতিক দলের ঐকমত্য আছে, তা এখন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার করতে হবে। রাতারাতি সংস্কার সম্ভব নয়। তাই একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খসরু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা একটি সমতাভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চাই। অর্থনীতি ও রাজনীতিতে সব মানুষের সমান সুযোগ থাকতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। সংস্কারের উদ্দেশ্য হতে হবে প্রতিটি মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারছি কি না। বিচার বিভাগের সংস্কার জনগণের স্বার্থে খুবই জরুরি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল শনিবার ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে রাষ্ট্র সংস্কার প্রস্তাব শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) গবেষণা উইং গভর্ন্যান্স অ্যান্ড পলিসি রিসার্চ (জিপিআর) এই সেমিনার আয়োজন করে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন আলোকচিত্রী শহিদুল আলম, সাংবাদিক আশরাফ কায়সার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।</span></span></p>