<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিশুদের পাঠ্যপুস্তকের বাইরের বই পড়তে দিলে তাদের সৃজনশীলতার উন্মেষ ঘটবে। তাই অভিভাবকরা যেন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবইয়ের বাইরের বইও পড়তে দেন। গতকাল শনিবার রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুনিয়র এইড স্কুলের ১৬ বছর পূর্তি উপলক্ষে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রগতির পথে জুনিয়র এইড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক অনুষ্ঠানে হাসান হাফিজ প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, অভিভাবকদের আমি বলব, তারা যেন শিশুদের পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়তে দেন, উৎসাহিত করেন, তাহলেই কিন্তু তার সৃজনশীলতার উন্মেষটা হবে। মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, যদি আপনার সন্তানকে বুদ্ধিমান করতে চান, তাহলে বেশি বেশি রূপকথা পড়তে দিতে হবে। রূপকথা জগত্টার মধ্যে একটা নৈতিকতার ব্যাপার থাকে। গল্পের মোড়কে একটি করে শিক্ষা থাকে। জীবনমুখী একটি শিক্ষা থাকে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিভাইসের একটা খারাপ দিক আছে। এত কম বয়সে যদি শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দিই, তাহলে বাচ্চারা ডিভাইসের খারাপ দিকের প্রতি সহজেই আকৃষ্ট হতে পারে এবং সেটা ক্ষতিকর হবে। এটি অভিভাবকদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব শিশুদের ঠিকভাবে গড়ে তোলার। শিশুরা হলো কাদার মতো, তাদের আমরা যেভাবে গড়ে তুলব সেভাবেই তারা গড়ে উঠবে। তারা ভবিষ্যতের বাংলাদেশ চালাবে। নতুন একটি বাংলাদেশ, স্বপ্নের একটি বাংলাদেশ তারা গড়ে তুলবে, আমরা যেটি পারিনি। আমরা যদি তাদের সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে সেখানেই আমাদের স্বার্থকতা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা জীবনী পড়ব, আনন্দের সঙ্গে শিখব। শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের আমি বলব, জোর করে চাপিয়ে দেবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রথম হতেই হবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন কোনো প্রেশার দেবেন না। তাকে তার মতো করে বেড়ে উঠতে দিন। আপনি দেখবেন যে সে সঠিক পথে আছে কি না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>