<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্য এটা ছিল না যে শেখ মুজিবকে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হবে। বরং বাংলার মানুষের উদ্দেশ্য ছিল তারা শোষণ, নির্যাতনের হাত থেকে মুক্তি পাবে। তারা ভেবেছিল একটি শোষণ-বঞ্চনামুক্ত রাষ্ট্র পাবে, বৈষম্যহীন রাষ্ট্র পাবে। কিন্তু দেশ স্বাধীনের পর দেখা গেল বাংলাদেশ দুর্ভিক্ষে আক্রান্ত, মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর শেখ সাহেবের সন্তানরা সোনার মুকুট পরে বিয়ে করছে। গতকাল শনিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা ২ নং মালিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মিসভা উপলক্ষে স্থানীয় ঝনঝনিয়া মিঠারকুল মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলার মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা দিল্লি থেকে ১৯৮১ সালে বাংলাদেশে এসেছিল দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বাকস্বাধীনতা, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার সব কিছু ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা ২০২৪ সালে আবার ভারতের দিল্লিতে ফিরে গেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, নাজিরপুর ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু দাউদ প্রমুখ।</span></span></span></span></span></p>