<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক মাস পর বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার বিকেল থেকে সেখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। গত বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশে আসার পর মাতারবাড়ীতে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোল পাওয়ার জেনারেশন কম্পানির প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব গতকাল কালের কণ্ঠকে জানান, গত বুধবার সকালে আসা জাহাজ থেকে গতকাল সকাল পর্যন্ত কয়লা খালাস করা হয়েছে। কয়লার জোগান আসায় গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উৎপাদন শুরু হয়েছে। তবে এক হাজার ২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটির এক ইউনিটে উৎপাদন শুরু হলেও এক মাস পর অপর ইউনিটে উৎপাদন পুনরায় শুরু হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে কয়লা সংকটের কারণে গত ৩১ অক্টোবর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা ব্যয়ে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে ২০২৩ সালের জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। অপর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় একই বছরের ডিসেম্বরে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>