<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় (ইজতেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ) অংশ নিয়েছেন বিশ্বের ১৮টি দেশের শীর্ষস্থানীয় ২৫৭ জন মুসলিম। এদিকে গতকাল জোড় ইজতেমায় আসা আব্দুল হামিদ আকন্দ (৭২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানাধীন দুলালী গ্রামে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার থেকে শুরু হওয়া এই জোড় ইজতেমায় লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। আগামী মঙ্গলবার বিশেষ দোয়ার মধ্য দিয়ে এটি শেষ হবে। গতকাল প্রথম পর্বের ইজতেমার আয়োজক শুরায়ি নেজাম (মাওলানা জুবায়েরের অনুসারী) তাবলিগ জামাত বাংলাদেশের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, জোড় ইজতেমায় লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। এ ছাড়া ১৮টি দেশের শীর্ষস্থানীয় ২৫৭ জন মুসলিম অংশ নিয়েছেন। তাদের মধ্যে ইয়েমেনের ২৭ জন, নরওয়ের একজন, পাকিস্তানের ৬১ জন, সৌদি আরবের ১৪ জন, সিরিয়ার একজন, অস্ট্রেলিয়ার ১৩ জন, ইংল্যান্ডের ৯ জন প্রমুখ।</span></span></span></span></span></p>