<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমন্বয়ক সারজিস আলম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, কারো অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা। হাসিনা যদি এখনই আসে, একই কাজ করবে। সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যে স্বপ্ন নিয়ে, স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেটা রক্ষা করা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত বিভাগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস আলম। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারজিস আলম বলেন, ৫ আগস্টে শহীদ এমন অনেকে আছে, যাদের দাফন করতে দেওয়া হয়নি, তাদের পরিবারের সদস্যদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি। তাদের হয়রানি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ প্রশাসন, জেলা ও বিভাগীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, যারা এই অভ্যুত্থানে রক্তাক্ত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, যাদের ভিডিও ফুটেজ, ক্লিয়ার ছবি, ডকুমেন্ট রয়েছে, সে যেই পরিচয়েরই হোক না কেন, তাদের শাস্তির আওতায় আনতে হবে।</span></span></span></span></span></p>