<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার নাম ফিরোজ মাহমুদ। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই ছাত্রলীগ নেতাকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার পুলিশ। ফিরোজ মাহমুদ ২০১৭-১৮ সেশনের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি বগুড়া জেলায়, তিনি সার্টিফিকেট ওঠানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বলে জানা যায়। রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক বলেন, ১৬ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এই মামলার বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আহসান হাবীব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>