<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশে বলেছেন, জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস এবং জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে। অন্যথায় শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের দুর্গারাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে সজীব ভূঁইয়া এসব কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের দেশের কিছু রাজনৈতিক দল মনে করছে ভারতের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আসা যাবে না। আমি তাদের উদ্দেশে বলতে চাই, শেখ হাসিনার চেয়ে ভারতপ্রেমী বাংলাদেশের আর কেউ হতে পারবে না। সুতরাং তার কী অবস্থা হয়েছে, তা জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রমাণিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিবাদ আগ্রাসন এখনো দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের উচিত যার যার জায়গা থেকে শক্ত অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>