<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে পৌর শহরের টিনপট্টি এলাকার বাসিন্দা প্রণয় কর্মকার নামের এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন। পরে রাতেই সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা শহরের পঞ্চবটি এলাকার ছাত্রলীগকর্মী  সানজিদ (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক  হাসিবুল হাসান প্রান্ত (২৮) ও তার ভাই শান্ত (২২)। গতকাল শনিবার আদালতে পাঠানো হয় তাদের। ভৈরব থানায় ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শাহিন এসব তথ্য জানিয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</span></span></span></span></p>