<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর হাজারীবাগ এলাকায় নিজ বাসায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক চিকিৎসক আব্দুর রশিদ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা চিকিৎসকের বাসার ভাড়াটিয়া ছিলেন। চুরির পরিকল্পনা করে তারা ওই বাসায় ঢুকে বাধা পেয়ে চিকিৎসককে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকারও করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাইম খান (২২), জোহিদুর রহমান রিফাত (২০) ও আবু তাহের শিকদার ওরফে শাওন (২২)। গত ২৪ নভেম্বর রাতে এই হত্যাকাণ্ডে করা মামলাটি তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার রাতে খুলনার ডুমুরিয়া ও রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি মিডিয়া সেন্টারে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।</span></span></span></span></p>