<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর উপজেলা শাখার উপদেষ্টা বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয়েছে। নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে আলোচনা এবং চট্টগ্রামের লোহাগাড়ায় এতিম শিশুদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="শ্রদ্ধাঞ্জলি" height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />রাজিবপুর-রৌমারী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (কুড়িগ্রাম) : বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর উপজেলা শাখার উপদেষ্টা বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ১ ডিসেম্বর। এ উপলক্ষে রাজিবপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে সকাল ১১টায় বীরপ্রতীক তারামন বিবির করবস্থানে ফুলেল শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন তালতলা মাদরাসার মাওলানা মোজাম্মেল হক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় বীরপ্রতীক তারামন বিবির একমাত্র ছেলে আবু তাহেরসহ বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর সরকারি কলেজ শাখার সহসভাপতি মাসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, শুভসংঘের সদস্য রাসেল রাজ, রায়হান, সোহেল রানা, আসিফ, হৃদয়, মামুন, রিপন, মিসকাতুল মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রায়পুরা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (নরসিংদী) : বিজয়ের মাসে বসুন্ধরা শুভসংঘ রায়পুরা উপজেলা শাখার মুক্তিযুদ্ধভিত্তিক আয়োজন ইতিহাসের গৌরবোজ্জ্বল পাতায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন রায়পুরা উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাবেক সদস্য ফরহাদ আলম। উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাবেক উপদেষ্টা এম আর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের অধ্যক্ষ এম এ আব্দুল লতিফ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অবদান ও বীরত্ব তুলে ধরে বক্তব্য দেয় একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার, সানজিদা আক্তার একা, জিদনী আক্তার ও তামান্না আক্তার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের রায়পুরা উপজেলা প্রতিনিধি মো. আব্দুল কাদির, বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের প্রভাষক তোশতায়ী আলম, হাসান মিয়া, রহুল আমিন, বৃষ্টি আক্তার, শারমিন আক্তার, মো. আয়ুব হাসান, নাহিদ হাসান, সাংবাদিক ফরহাদ আলম, আল আমিন, সাদ্দাম উদ্দিন প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লোহাগাড়া</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (চট্টগ্রাম) : লোহাগাড়া উপজেলার ছোট ও বড় মিয়াজি হিফজ ও এতিমখানার ১৫০ জন শিক্ষার্থী এবং আশপাশের দরিদ্র মানুষকে উন্নতমানের খাবার খাওয়ানো হয়েছে। বসুন্ধরা শুভসংঘ লোহাগাড়া উপজেলা শাখার বন্ধুরা গতকাল রবিবার দুপুরে এই আয়োজন করে। বসুন্ধরা শুভসংঘ লোহাগাড়া উপজেলা সভাপতি নাহিয়ান চৌধুরী উপস্থিত স্বেচ্ছাসেবী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।</span></span></span></span></p>