<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) মিথা হলফনামা দিয়ে প্লট নেওয়া সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এ সময় হাফিজ ইব্রাহিম আদালতে উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ১৩ মার্চ রাজধানীর মাতিঝিল থানায় দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এই মামলা করেন। তদন্ত শেষে দুদক তাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। পরে আদালত মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।</span></span></span></span></span></p>