<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছে, যা ৪৭তম বিসিএস থেকে কার্যকর হবে। এ ছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করার প্রস্তাব করেছে কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে তা ৪৪তম বিসিএস থেকে কার্যকর হতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিএসসি সূত্র জানায়, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি ৭০০ টাকার কথা বলা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার। এর পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব করা হয়েছে। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে দেখা যায়, মৌখিক পরীক্ষা ২০০ নম্বর থাকায় অনেকে লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়েও মৌখিকে বাদ হয়ে যাচ্ছেন। কারণ, বিসিএসের মৌখিকে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। ফলে অনেক প্রার্থী মৌখিকে ভালো না করলেও তদবিরের জোরে বিসিএসে উত্তীর্ণ হচ্ছেন। তাই মৌখিক পরীক্ষায় ২০০ নম্বরের বদলে ১০০ করলে স্বজনপ্রীতি অনেকটাই কমে আসবে বলে মনে করছে বর্তমান কমিশন। কারণ সার্টিফিকেটসহ নানা বিষয়ে কিছু নম্বর ফিক্সড করা আছে। এর বাইরে পরীক্ষকদের হাতে খুব বেশি নম্বর থাকবে না।  এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিসিএসসহ নিয়োগ পরীক্ষার ফি কমানোর দাবি জানান। গতকাল সোমবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিসিএস ভাইভাতে ২০০ নম্বরের বদলে ১০০ নম্বর; আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা। শিক্ষার্থীবান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস থেকে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদন করা যাবে। এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার ও ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>