<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে (বায়রা) প্রশাসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্যসচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের অনুলিপি পাওয়ার চার সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। বায়রার নির্বাচনসংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।  আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বায়রার পক্ষে শুনানি করেন আইনজীবী জমির উদ্দিন সরকার, রোকনউদ্দিন মাহমুদ, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল। আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান দুজনই পলাতক। ভোটার তালিকাও হালনাগাদ হয়নি। বায়রার পাঁচ শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তা ছাড়া বায়রার কার্যনির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। কার্যনির্বাহী কমিটির মেয়াদ ছিল গত ৮ সেপ্টেম্বর পর্যন্ত।</span></span></span></span></span></p>