<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারাগারে ডিভিশন পাচ্ছেন না বলে আদালতে অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল সোমবার রাজধানী ঢাকার শাহবাগ থানার একটি মামলার শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। শুনানির এক পর্যায়ে তিনি আদালতের উদ্দেশে কিছু বলতে চান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে আদালত অনুমতি দিলে পলক বলেন, আমাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ডিভিশন দেওয়া হচ্ছে না। পাঁচ হাত লম্বা ও চার হাত চওড়া সেলে আমাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে আমাকে রাখা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় আদালত পলককে লিখিত আবেদন দিতে বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও প্রতিমন্ত্রী পলককে গতকাল গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় শুনানির জন্য তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে নেওয়া হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল রাজধানীর দুই থানার পৃথক মামলায় সাবেক দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপি নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় সোহান শাহ নামে এক গার্মেন্টসকর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উত্তরা পূর্ব থানাধীন এলাকায় গার্মেন্টসকর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন।</span></span></span></span></span></p>