<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মায়ের মৃত্যুর পর এবার চলে গেল তাদের মেজো ছেলে মোহাম্মদ (১০)। গতকাল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।  মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, শিশুটির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে শুক্রবার ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদের মা অগ্নিদগ্ধ রুমা আক্তার (৩২)। গত সোমবার মারা গেছেন মোহাম্মদের বাবা আব্দুল খলিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>