<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৩০ নভেম্বর দৈনিক কালের কণ্ঠে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা : সব অপকর্মের মূলে তিন কর্তা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত মো. কামরুজ্জামান, মো. রকনুল হক ও মো. জহির উদ্দিন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবাদলিপিতে তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারো স্বার্থ হাসিলের জন্য তৎকালীন কমিটির নামে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। কারণ দুদক দীর্ঘ অনুসন্ধান করেও অর্থ আত্মসাতের প্রমাণ পায়নি। এ ছাড়া দায়িত্ব পালনকালে তারা কোনো ধরনের অর্থ ব্যয়ের সঙ্গে জড়িত ছিলেন না।</span></span></span></span></p> <p><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদকের বক্তব্য : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযুক্ত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিন কর্মকর্তা যখন এতিমখানার দায়িত্বে ছিলেন তখনকার নথিপত্র, তাদের বিরুদ্ধে হওয়া মামলার নথিপত্র ও এতিমখানা কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।</span></span></p>