<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্পর্কের টানাপড়েনের মধ্যে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী। আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অংশ নিতেই ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকায় আসার কথা রয়েছে। ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকায় গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী সম্ভবত আগামী ১০ ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও নয়াদিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানান। তবে দুই দেশের কেউই এখনো এ সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>