<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সারা দেশে আজ শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কিছুদিনের মধ্যে শীত তীব্র হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শুক্রবার কালের কণ্ঠকে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যেটার প্রভাবে দেশে শীত বাড়ে সেই উপমহাদেশীয় উচ্চচাপ বলয় এখনো বিহার পর্যন্ত আছে। এর মাধ্যমে মূলত হিমালয়ের ঠাণ্ডা বাতাস আমাদের দেশে প্রবেশ করে। এটি এখনো দেশের দিকে না আসায় আগামী কিছুদিনের মধ্যে তীব্র শীত পড়ার আশঙ্কা নেই। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর দেশে শীতের তীব্রতা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে<br /> যেতে পারে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল রবিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়<br /> ১৭.২ ডিগ্রি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। গতকাল ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পঞ্চগড়। দিনের বেশির ভাগ সময়ই ছিল কুয়াশাচ্ছন্ন। দুপুরে কিছু সময় সূর্যের দেখা মিললেও তাতে কাঙ্ক্ষিত উত্তাপ মেলেনি। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৩ ডিগ্রি। [প্রতিবেদনে তথ্য দিয়েছেন পঞ্চগড় প্রতিনিধি]</span></span></span></span></span></p>