<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনীতির কারণে বাংলাদেশের কলেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। এ ছাড়া কলেজগুলো ঠিকভাবে মনিটরিং করা হচ্ছে না বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপাচার্য বলেন, রাজনীতি করতে চাইলে কলেজের বাইরে করবেন, কলেজের ভেতরে না। রাজনীতি করে বাংলাদেশের সব কলেজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো ধরনের মনিটরিং করা হয়নি। স্থানীয় নেতাদের কলেজে জমিদারি করতে দেওয়া হবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেবাস সংস্কার নিয়ে আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পরিবর্তন আনতে যাচ্ছি। এই সিলেবাস সংস্কার করা সম্ভব হলে বাংলাদেশের রেমিট্যান্স দ্বিগুণ বৃদ্ধি পাবে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ডলার আসবে দেশে। আমাদের এই প্রজন্মের মেয়েরা হবে ফ্রিল্যান্সিংয়ের এজেন্ট। কোনো ধরনের সুযোগ না পেয়ে বাংলাদেশ এখন ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাধীনতার ৫৩ বছর পরও বিশ্বের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। অথচ পার্শ্ববর্তী দেশগুলো বিভিন্ন সূচকে এক নম্বর, দুই নম্বর স্থানে অবস্থান করছে। আমাদের চেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান-চীন পার ক্যাপিটালে এগিয়ে। এখন বাংলাদেশের অবস্থান কোথায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আখন্দ। বক্তব্যে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবাই ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করবে। আমরা শুধু লেখাপড়া নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সামাজিক কাজে অংশ নেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সমাজের প্রতি তোমাদের অনেক দায়িত্ব। এ দেশের দায়িত্ব তোমাদের নিতে হবে। নিজেদের সেভাবে তৈরি করো।</span></span></span></span></span></p>