<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে বর্তমানে এক হাজার ১৫৬টি নদ-নদী প্রবহমান আছে বলে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণবিষয়ক সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়। আগামী পহেলা বৈশাখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সচিব নাজমুল আহসান বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর এই খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এটি জমির সিএস ও আরএসের মাধ্যমে হয়েছে। এই তালিকায় ৩৬৫টি এমন নদীর নাম যুক্ত করা হয়েছে, যেটা ২০১১ সালে বাপাউবো কর্তৃক প্রকাশিত ৪০৫টি নদী এবং ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রস্তুতকৃত এক হাজার আটটি নদী তালিকায় ছিল না। ২০১১ সালের তালিকায় থাকা ১৮টি নদী এবং ২০২৩ সালের তালিকায় থাকা ২২৪টি নদীর নাম পানিসম্পদ মন্ত্রণালয়ের তালিকায় রাখা হয়নি। এ বিষয়ে আরো অধিকতর যাচাই-বাছাই করা হবে। এটিকে খসড়া তালিকা হিসেবে ধরে বাদ পড়া নদীগুলোকে ভবিষ্যতে অন্তর্ভুক্ত করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড. এম সাখাওয়াত হোসেন বলেন, খাল ও নদীর সংজ্ঞা নিরূপণ করতে হবে। এর আগে বরিশালে উন্নয়নের নামে খালগুলো ভরাট করা হয়েছে। তা ছাড়া দেশে অসম্ভবভাবে নদীদূষণ হয়েছে।</span></span></span></span></p> <p> </p>