<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুষ্টিয়া শহরে নাজমুল হোসেন নামের এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর করেছেন দুই নারী। গত সোমবার সকালে কুষ্টিয়া শহরের কোর্ট রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। ওই রাতেই সোহানা ও শান্তা নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে অভিযুক্ত দুই নারী সন্তানদের নিয়ে রিকশায় চড়ে স্কুলে যাচ্ছিলেন। সিগন্যালের কারণে কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনের রেলগেটে আটকা পড়েন তারা। এ সময় রিকশা ছেড়ে দিতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ নাজমুলকে অনুরোধ করেন তারা। তবে ট্রেন না যাওয়া পর্যন্ত রিকশা ছাড়তে পারবেন না বলে জানান নাজমুল। এরপর ওই দুই নারী রিকশা ছেড়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে নাজমুলের ওপর চড়াও হন। এক পর্যায়ে তাকে জুতা দিয়ে পেটান অভিযুক্ত দুই নারী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ সদস্য নাজমুলকে মারধরের এক পর্যায়ে স্থানীয় কয়েকজন ছুটে এসে ওই দুই নারীকে নিবৃত্ত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে ভুক্তভোগী নাজমুল কুষ্টিয়া সদর থানায় মামলা করেন। ওই রাতেই অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুষ্টিয়া সদর থানার ওসি শেহাবুর রহমান জানান, গ্রেপ্তার দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।</span></span></span></span></p>