<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে; এ সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার ৬০৩ জন। আর মৃত্যু হয়েছে ৫৩৬ জনের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬২ জন, ঢাকা বিভাগে ৯৬ জন, চট্টগ্রামে ৭৩ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, খুলনায় ৪৫ জন, বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহে ১৩ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে যাদের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের হাসপাতালে একজন মারা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫ হাজার ১৫১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৯১৬ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>