<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১২ সালে গাজীপুরের পুবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পান গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম খান। নিয়োগ পেয়েই তিনি শুরু করেন দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষকদের অবমূল্যায়নসহ নানা অনিয়ম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলেজের এক শিক্ষক জানান, ২০১৪ সালের ১৬ জুন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রভাষক পদে ১৮ জন প্রার্থী আবেদন করেন। নিয়োগ পরীক্ষায় প্রথম হন মো. খোকন মিয়া। ওই বছরের ২৩ আগস্ট নিয়োগ বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী খোকন মিয়াকে প্রভাষক পদে নিয়োগপত্র দেন অধ্যক্ষ। যোগদানের পর তিনি অধ্যক্ষের কাছে এমপিওর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু তার এমপিওর কাগজ ডিজির দপ্তরে জমা না দিয়ে তিনি এক বছর পর একই বিষয়ে প্রভাষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। পরে সম্পূর্ণ দলীয়করণ ও স্বজনপ্রীতির ভিত্তিতে আপন ভাগ্নি তানিয়া বেগমকে দ্বিতীয়বার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেন। অধ্যক্ষ কাইয়ুম খান বলেন, খোকন মিয়াকে নিয়োগের সময় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়টি শিক্ষা বোর্ডের অনুমোদন ছিল না। সব নিয়ম মেনে তানিয়া বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>